শ্রীকৃষ্ণের ৫২৪৫তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণ মহিমা প্রচার সংঘ হবিগঞ্জের উদ্যোগে শ্রীশ্রী মহাপ্রভু আখড়ায় ২২ আগস্ট হতে ৩দিন ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। বৃহস্পতিবার অনুষ্ঠানের ১ম দিন ছিল চিত্রাংকন প্রতিযোগিতা ও শ্রীমদ্ভগব্দ গীতা পাঠ। শুক্রবার সকালে দেশ ও জাতির মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা ও মঙ্গল শোভাযাত্রা, দুপুরে গীতা পারায়ন ও গীতাদান, রামায়ন পালা, সন্ধ্যায় সন্ধ্যারতি, ধর্মীয় আলোচনা ও পুরস্কার বিতরণ এবং রাতে ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক অনুষ্ঠিত হয়। সংঘের সভাপতি রনেন্দ্র চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইসকন হবিগঞ্জের অধ্যক্ষ বৈষ্ণব দাসানুদাস উদয় গৌর দাস ব্রহ্মচারী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জের সাবেক সভাপতি অ্যাডভোকেট পূণ্যব্রত চৌধুরী বিভু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি জগদীশ মোদক, জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি অ্যাডভোকেট নলিনী কান্ত রায় নীরু, সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়, সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি শংকর পাল, শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা সংঘ সিলেটের সভাপতি প্রমথ সরকার। সাবেক সাধারণ সম্পাদক শুধাংশু দাসের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র গীতা পাঠ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সংঘের সাধারণ সম্পাদক রঞ্জন রায়, সহ-সাধারণ সম্পাদক বাদল রায়, জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক নৃপেন্দ্র দাস ও সদস্য সচিব প্রশান্ত কুমার দাস। বক্তব্য রাখেন অমিয় রায়, সুজিত বনিক, সজল গোপ, দুলাল পাল, রামলাল রায় রামু, কাজল সূত্রধর, অনাথ দাশ, বিপুল বণিক প্রমূখ। শনিবার অনুষ্ঠানমালার মধ্যে ছিল সন্ধ্যারতি, রাতে গৌতম দাস সুমনের পরিচালনায় বৈদিক নৃত্য ও ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com