নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে উপজেলা চেয়ারম্যানের দুর্ব্যবহার এবং কাজের বিল প্রদানে নানা টালবাহানা করার অভিযোগে বুধবার নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউপির চেয়ারম্যানরা মাসিক সমন্বয় কমিটির সভা বর্জন করেছেন। নবীগঞ্জ উপজেলা পরিষদের তৃতীয় মাসিক সমন্বয় সভা বর্জনের ঘটনায় নবীগঞ্জে তোলপাড় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি চেয়ারম্যান ইজাজুর রহমান।
সূত্র জানায়, বুধবার নবীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত পরিষদের তৃতীয় সমন্বয় সভা আহ্বান করা হয়। নির্ধারিত সময়ে সভাকক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ ফজলুল হক চৌধুরী সেলিমসহ কমিটির অন্যান্য সদস্য ও উপদেষ্টাগণ উপস্থিত হলেও ১৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত হননি। তারা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিমের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানদের সাথে দুর্ব্যবহার, বিভিন্ন উন্নয়ন প্রকল্প কাজের বিল প্রদানে নানা টালবাহানার অভিযোগ এনে উক্ত সমন্বয় সভা বর্জন করেন। এ ব্যাপারে একাধিক ইউপি চেয়ারম্যানের সাথে আলাপ করলে তারা সভা বর্জনের সত্যতা নিশ্চিত করেন।