স্টাফ রিপোর্টার ॥ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্যপ্রযুক্তির বিকল্প নেই। বিশ^ায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্য প্রযুক্তিই অন্যতম হাতিয়ার। বাংলাদেশ এখন বিশে^র অন্যতম সম্ভাবনাময় দেশ। বুধবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মুজিব বর্ষ -২০২০ উপলক্ষে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক সেমিনারে বক্তারা একথা বলেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান, সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জামান, আইসিটি অফিসার রুহুল কুদ্দুছ প্রমুখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com