চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের ঝুড়িয়া বড়বাড়ি গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র সবুজ মিয়াকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টার দিকে চুনারুঘাট থানার এস.আই অলক বড়–য়ার নেতৃত্বে একদল পুলিশ উপজেলার কাচুয়া বাজারে বিশেষ অভিযান চালিয়ে মারামারি মামলার পলাতক আসামী সবুজ মিয়াকে গ্রেফতার করে।
সবুজ মিয়ার বিরুদ্ধে এলাকায় চুরি-ডাকাতি, মারামারিসহ বিভিন্ন মামলা মামলার আসামী সবুজ মিয়া। তার আপন বড় ভাই বকুল মিয়াকে (৩৫) পূর্ব বিরোধের জের ধরে গত ৬ মে দা দিয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করলে বকুল মিয়া বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। সবুজ মিয়া দীর্ঘদিন ধরে পুলিশের চোখে ফাঁকি দিয়ে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল। বুধবার সকালের দিকে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করে পুলিশ। সবুজ মিয়াকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান জানান, অন্যান্য পলাতক আসামীদেরকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com