স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে কিন্ডারগার্টেনের এক শিক্ষককে অস্ত্র দেখিয়ে মারধোর করে টাকা ও মোবাইল ছিনিয়ে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৯টার দিকে হবিগঞ্জ শহরের শ্যামলী সাধুর মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকার ইমন নেটওয়ার্কের স্বত্ত্বাধিকারী আজিজুর রহমান কাউছারের শ্যালক কিন্ডারগার্টেনের শিক্ষক মনসুর আহমেদ শ্যামলী সাধুর মাজার এলাকা দিয়ে বাসায় ফিরছিলেন। হঠাৎ একদল ছিনতাইকারী তার গতিরোধ করে অস্ত্র দেখিয়ে তাকে মারধর করে তার সাথে থাকা নগদ ৫ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com