স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, জেলা বিএমএ ও স্বাচিপ সভাপতি ডা: মুশফিক হুসেন চৌধুরী সম্পূর্ণ সুস্থ। তিনি ঢাকার বাসায় অবস্থান করছেন।
ডা: মুশফিক হুসেন চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রচন্ড গরমের কারণে কয়েকদিন পূর্বে তিনি অসুস্থতা বোধ করেন। এ সময় স্থানীয় ডাক্তারদের পরামর্শে চেকআপ করার জন্য তিনি ঢাকা যান। তিনি ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে (পিজি) গেলে ডাক্তারগণ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য ভর্তি হবার পরামর্শ দেন। গত শনিবার তিনি বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে ডাক্তাররা বোর্ড গঠন করে তাঁর শরীরের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন। তিনি বলেন, চেকআপে গুরুতর কোন সমস্যা পাওয়া যায়নি। পরে ডাক্তারদের পরামর্শে মঙ্গলবার তিনি ঢাকার বাসায় চলে যান। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ। অফিসিয়াল কাজসহ বিভিন্ন কারণে তিনি ঢাকার বাসায় অবস্থান করছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com