কাজী মাহমুদুল হক সুজন ॥ চুনারুঘাটে থানায় অভিযোগের দুই ঘন্টার মধ্যে ধর্ষণ মামলার দুই আসামীকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে থানার দারোগা মহিউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার শ্রীকুটা থেকে তাদের আটক করে। আটককৃতরা হল হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া সিমেরগাও গ্রামের আলাউদ্দিনের ছেলে জয়নাল মিয়া (৩০) ও চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের আনোয়ার আলীর ছেলে আশিক (২৭)।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত রবিবার শ্রীকুটা গ্রামের জলিল মিয়ার পুত্র আহাদ মিয়া তার সম্পর্কের কিশোরী মামাতো বোনকে রাত ৮টার দিকে মাছ বানিয়ে দেয়ার কথা বলে তার বসতঘরে নিয়ে যায়। সেখানে ওৎ পেতে থাকা আরো দুই সহযোগীকে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে। এ সময় মেয়েটির শোর চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে ধর্ষকরা পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে সারা উপজেলায় তোলপাড় সৃষ্টি হলে বুধবার সকালে মেয়েটি বাদী হয়ে তিনজনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে। নং ২৬/২০১৯। মামলার অপর আসামী আহাদ মিয়া পলাতক রয়েছে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, মামলা দায়েরের মাত্র ২ ঘন্টার মধ্যে আসামীদের ধরতে পুলিশ সক্ষম হয়েছে। অপর আসামীকে ধরতে পুলিশের অভিযান চলছে।