স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের সামনে ডাব ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। গত মঙ্গলবার রাত ৮টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী সদর হাসপাতাল এলাকা থেকে অনন্তপুর গ্রামের জমির আলীর পুত্র মাদক ব্যবসায়ী সুহেল মিয়া (৩৫) ও একই এলাকার আব্দুর সাত্তারের পুত্র ডাব ব্যবসায়ী সাহাব উদ্দিনকে (৪০) আটক করেন। এ সময় তাদের দেহ তল্লাসী করে ১৮ পিস যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সুহেল ও সাহাব উদ্দিন ডাব ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com