হবিগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র মোঃ মিজানুর রহমান মিজানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারিবৃন্দ। বুধবার সকালে মিজানুর রহমানের ইনাতাবাদ এলাকার বাসভবনে সৌজন্য সাক্ষাত করতে যান পৌর কর্মকর্তা-কর্মচারিবৃন্দ। সাক্ষাতের সময় তারা নবনির্বাচিত মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান। মিজানুর রহমান তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন ‘পৌরবাসী যেভাবে ভোট ও সমর্থন দিয়ে আমার উপর দায়িত্ব অর্পন করেছেন আমি পৌরসভার উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে সে দায়িত্ব পালন করতে চাই।’ তিনি বলেন ‘পৌরসভার কর্মকর্তা-কর্মচারিসহ সকলের সহযোগিতায় আমি চলমান সমস্যাগুলো সমাধান করে পৌরসভাকে এগিয়ে নিতে কাজ করে যাবো।’ মিজান বলেন ‘পৌরসভার ভাবমূর্তি যাতে সবসময় উজ্জ্বল থাকে সেদিকে সকলকে সতর্ক থাকতে হবে।’ তিনি আরো বলেন ‘আমি সকলের সহযোগিতায় স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পৌরসভার কর্মকান্ডকে গতিশীল করে পৌরসভাকে একটি আদর্শ পৌরসভা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।’ এ সময় পৌর কর্মকর্তা-কর্মচারিদের পক্ষে বক্তব্য রাখেন পৌরসচিব মোঃ ফয়েজ আহমেদ। তিনি বলেন, নতুন মেয়রের নেতৃত্বে আন্তরিকতার সাথে কাজ করে যাবে পৌরসভার প্রত্যেক কর্মকর্তা-কর্মচারি। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com