নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান বলেছেন, ‘পৌরকরের উপর নির্ভর করে একটি পৌরসভার সার্বিক উন্নয়ন।’ ‘পৌরকর প্রদান করা প্রতিটি পৌর নাগরিকের দায়িত্ব ও কর্তব্য।’ নবীগঞ্জ পৌরসভা কর্তৃক চতুর্থবারের মতো পৌর কর মেলা আয়োজন করায় আমি মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী সহ পৌর পরিষদকে ধন্যবাদ জানাই।’ বুধবার সকাল ১১টায় নবীগঞ্জ পৌরসভার ‘পৌরকর মেলা ২০১৯’ এর শুভ উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘পৌরসভার উন্নয়নে, কর দেবো খুশি মনে’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে চতুর্থ বারের মতো কর মেলার আয়োজন করা হয়। নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী পৌরকর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভাপতির বক্তৃতায় পৌর মেয়র বলেন, ‘নবীগঞ্জ পৌরসভাকে সকল সরকারি বেসরকারি প্রকল্পে অন্তর্ভুক্ত করতে হলে পৌরকর আদায়ের হার সন্তোষজনক হওয়া আবশ্যক। কিন্তু প্রকল্পগুলোর শর্তানুযায়ী অত্র পৌরসভার অন্যান্য বিষয় ভালো থাকা সত্ত্বেও পৌরকর আদায়ের দিকে আমরা পিছিয়ে আছি। এ বিষয়ে জনগণকে অবহিত করণসহ পৌরকর প্রদানে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে চতুর্থবারের মতো পৌরকর মেলার আয়োজন করা হয়েছে।’ তিনি বলেন, ‘আমি আশা করি, নবীগঞ্জ পৌরসভার করদাতাগণ পৌরকর প্রদান করে প্রকল্পগুলোতে অন্তর্ভুক্ত হওয়া সহ সার্বিক উন্নয়নে সহযোগিতা করবেন।’
পৌরসভার সহকারী কর আদায়কারী পৃথ্বীশ চক্রবর্ত্তীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাদেক হোসেন, ডা. মো. আব্দুস সামাদ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌরকর আদায় ও নিরুপন কমিটির আহ্বায়ক মো. আলাউদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম, প্যানেল মেয়র-১ এটিএম সালাম, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, সংরক্ষিত কাউন্সিলর মোছা. রোকেয়া বেগম ও সৈয়দা নাসিমা বেগম, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. কবির মিয়া, ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. সুন্দর আলী, ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রাণেশ চন্দ্র দেব, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. জায়েদ হোসেন, পৌর সচিব আজম হোসেন, সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, হিসাবরক্ষণ কর্মকর্তা শেখমো. জালাল উদ্দিন, ইউসিবিএল কর্মকর্তা হেলাল উদ্দিন, উপসহকরী প্রকৌশলী মো. শহিদুল হক, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, কবি আফতাব আল মাহমুদ, সাংবাদিক সারোয়ার শিকদার, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক সেলিম তালুকদার, সাংবাদিক আব্দুল রকিব হক্কানী, সাংবাদিক মো. আলমগির মিয়া, সাংবাদিক মতিউর রহমান মুন্না, সাংবাদিক ছনি চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, মেলার ২য় দিন ২৭ জুন বৃহস্পতিবার করদাতাদের উৎসাহিত করতে সম্মানিত অগ্রিম করদাতাদের এবং মেলায় এসে কর প্রদানকারীদের পুরস্কৃত করার পাশাপাশি দু:স্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হবে। প্রেস বিজ্ঞপ্তি