নুর উদ্দিন সুমন ॥ বাহুবল উপজেলার মিরপুর দক্ষিণাঞ্চল ফদ্রখলায় ধানের জমিতে দুই বস্তা গাঁজা ফেলে পালিয়ে গেছে মাদক ব্যবসায়ীরা। ধানের জমি থেকে এসব গাঁজা উদ্ধার করে পুলিশে দিয়েছেন সচেতন এক ব্যক্তি।
সূত্র জানায়, বৃহস্পতিবার ভোর সকালে ধাওয়া খেয়ে সাদা রঙের একটি প্রাইভেটকার থেকে বাহুবল উপজেলার ফদ্রখলা সড়কের ১০০ গজ দূরে ধানের জমিতে দুই বস্তা গাঁজা ফেলে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা। মাদক থাকায় এলাকার লোকজন বস্তায় হাত দেয়নি। প্রায় ১ ঘন্টা বস্তাগুলো এভাবে পড়ে থাকে। এক পর্যায়ে ছাদেক মিয়া নামে এক যুবক বস্তাগুলো তুলে নিয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ আনিসুর রহমান জানান, ৯ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আমাদের তদন্ত চলছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com