চুনারুঘাট প্রতিনিধি ॥ ডেঙ্গু রোগের সংক্রমণ থেকে নাগরিকদের রক্ষা ও এডিস মশা নির্মূলকল্পে সারা দেশের ন্যায় চুনারুঘাট উপজেলা পরিষদের আয়োজনে ‘মশক নিধন এবং মশাবাহিত রোগ প্রতিরোধকল্পে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি’ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বরে এই অভিযানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর। মশক নিধনের ফগার মেশিন দিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্প্রে এবং আঙ্গিনার আগাছা পরিস্কার করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন ইকবাল, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শামসুল হক, উপজেলা কৃষি অফিসার মোঃ জালাল উদ্দিন সরকার, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মোঃ খায়ের উদ্দিন মোল্লাহ, উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ মনির হোসেন জমাদ্দার, ইউপি চেয়ারম্যান শামসুজ্জামান শামীম, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ মনিরুজ্জামান ও উপজেলা প্রশাসনের সিএ কৃষ্ণ কুমার সিংহসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিক উপস্থিত ছিলেন। একযোগে একই সময়ে উপজেলার সকল সরকারি, বেসরকারি দপ্তর, বিভিন্ন স্কুল-কলেজে এ কার্যক্রম পালিত হয়।