নীতেশ দেব, লাখাই থেকে ॥ ডেঙ্গু হোক পরাজিত, সচেতনতার হবে জয়, এসিড মশা আর নয়, ভবিষ্যত হোক সুরক্ষিত এই স্লোগানকে সামনে রেখে লাখাই উপজেলার বামৈ ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশ বিস্তার রোধকল্পে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার বেলা ১১টার উপজেলা যুবলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এনামুল হক মামুন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু করে বামৈ বাজার এলাকায় ডেঙ্গু জ্বর প্রতিরোধে ঝাড়– হাতে নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ গ্রাম পুলিশকে নিয়ে ব্যতিক্রমধর্মী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালান। সকলকে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক নিরলসভাবে পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাওয়ার আহবান জানিয়ে চেয়ারম্যান এনামুল হক মামুন বলেন- ডেঙ্গুকে ভয় নয়, ডেঙ্গুর প্রকোপ যেন আর বাড়তে না পারে। ডেঙ্গু মুক্ত লাখাই উপজেলা গড়তে ধৈর্য্য ও সাহসিকতার পরিচয় দিয়ে ডেঙ্গু মোকাবেলা করতে হবে। তাহলেই জয় নিশ্চিত। পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশসহ ডেঙ্গু প্রতিরোধের নির্দেশনা মানলেই ডেঙ্গু প্রতিরোধ দ্রুত সম্ভব। যিনি বিপদ দিয়েছেন তিনিই পরিত্রাণ দেওয়ার মালিক। সেই মহান আল্লাহ্ তায়ালার কাছে পানাহ্ চেয়ে মুক্তির জন্য দোয়া করার জন্য ইমাম ও আলেম সমাজের প্রতি আহবান জানিয়েছেন চেয়ারম্যান।