বিশেষ প্রতিনিধি, ফ্রান্স থেকে ॥ অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের নয়া পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে নিউজ টোয়েন্টি ফোর ফ্রান্স প্রতিনিধি, হবিগঞ্জ জেলা সাংবাদিক ওয়েলফেয়ার এসোসিয়েশনের পরিচালক ফেরদৌস করিম করিম আখনজী সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টায় ইতালির রাজধানী রোমে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের সভাপতি মিনরুজ্জামান মনির এই পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন। ফেরদৌস করিম আখনজী বর্তমানে ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, সাংবাদিক ফেরদৌস করিম আখনজী ২০০৩ সালে দৈনিক প্রতিদিনের বাণী পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। এরপর তিনি ২০০৫ সালে দৈনিক খোয়াই পত্রিকায় সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে ২০০৯ পর্যন্ত কাজ করেন। একই সাথে ২০০৫ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত বাংলাভিশন টিভি এবং দৈনিক যায়যায়দিন পত্রিকায় হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে তিনি ইংল্যান্ড চলে যান। ২০১০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ‘চ্যানেল এস’ ইংল্যান্ডের লাগবরা প্রতিনিধি হিসেবে কাজ করেন। ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশের এশিয়ান টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। ফ্রান্সের প্যারিসের অতিপরিচিত মুখ সাংবাদিক ফেরদৌস বর্তমানে বাংলাদেশের বেসরকারী টেলিভিশন নিউজ টোয়েন্টি ফোর এর ফ্রান্স প্রতিনিধি, ফ্রান্স দর্পন পত্রিকার নির্বাহী সম্পাদক এবং দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন (ইপিবিএ)র কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক।