স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও মোটর সাইকেল চোরের গ্যাং লিডার মিলনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। মিলন উপজেলার চারাভাঙ্গা গ্রামের লোকমান মিয়ার ছেলে।
স্থানীয় জনতার সহযোগিতায় বুধবার মধ্যরাতে জগদীশপুর মুক্তিযোদ্ধা এলাকায় একটি চোরাই মোটর সাইকেলসহ তাকে গ্রেফতার করা হয়।
মাধবপুর থানার ওসি কেএম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- মিলনের বিরুদ্ধে ২টি ডাকাতি ও মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com