স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার মুড়াকড়ি গ্রামের চাঞ্চল্যকর আব্দুল হেকিম হত্যা মামলার প্রধান আসামী তৌহিদ মহুরী ও তার লোকজনের অত্যাচারে হেকিমের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। শুধু তাই নয়, মামলাটি তুলে নেয়ার জন্য বাদী ও তার সাক্ষীগণকে হত্যার হুমকি দিচ্ছে তারা। এমনকি বিভিন্নভাবে তাদেরকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করেছেন তৌহিদ মহুরী ও তার লোকজন। এ ব্যাপারে জানমালের নিরাপত্তা চেয়ে বাদীর পরিবারের পক্ষ থেকে আফরোজ মিয়া লাখাই থানায় একটি সাধারণ ডায়েরী করেও পড়েছেন বিপাকে। আসামীরা গত বুধবার আফরোজ মিয়া, দুলন মিয়া ও মিরান মিয়াকে মোড়াকড়ি বাজারে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালালে স্থানীয় লোকজন তাদেরকে রক্ষা করে। সাধারণ ডায়েরীর অভিযোগে জানা যায়, তৌহিদ মহুরী ও তার বাহিনী প্রকাশ্যে আব্দুল হেকিমকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় তারা কারাভোগ করে সম্প্রতি জামিনে বেরিয়ে এসে বেপরোয়া হয়ে উঠেছেন।
এ ব্যাপারে মামলার অন্যতম সাক্ষী আফরোজ অভিযোগ করে জানান, তাদেরকে ফাঁসানোর জন্য তৌহিদ মহুরী নানান অপকর্মের পায়তারা করছেন। যে কোন সময় বড় ধরনের অঘটনা তারা ঘটাতে পারে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com