স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর পৌর শহরে মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী মনি বেগম (২২) নােেম এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত ৭ আগস্ট গভীর রাতে শহরের ফায়ার সার্ভিস এলাকায় মনিকে ছুরিকাঘাত করেন তার স্বামী মুশাহিদ মিয়া। ঘটনার পরপরই জনতার সহযোগিতায় ঘাতক স্বামী মুশাহিদ মিয়াকে পুলিশ আটক করে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ জানান, মাধবপুর পৌর শহরের ৪নং ওয়ার্ডের ফায়ার সার্ভিস আবাসিক এলাকার বাসিন্দা মৃত ফজল মিয়ার ছেলে মুশাহিদ মিয়া মাদকাসক্ত ও বিভিন্ন মামলার পলাতক আসামি। প্রায় ১০ বছর আগে মুশাহিদ তার আপন চাচাতো বোন মুসলিম মিয়ার মেয়েকে বিয়ে করেন। তাদের ৮ বছরের এক ছেলে সন্তান রয়েছে। স্ত্রী মনি বেগম স্বামীকে মাদক ও অপরাধমুক্ত করার জন্য প্রাণপণ চেষ্টা চালান। এ নিয়ে স্ত্রী মনি বেগমের সাথে মুশাহিদের পারিবারিক কলহ চলে আসছিল। এর জের ধরে বুধবার দিবাগত গভীর রাতে মনির বুকে ও পেটে ছুরি দিয়ে তিনটি আঘাত করেন মুশাহিদ। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মনি মারা যান।
ওসি আরও জানান, ঘটনার পর পুলিশ মুশাহিদকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com