স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল-মিরপুর সড়কের নোয়াবাদ এলাকায় গিয়াস উদ্দিন (২২) নামে এক সিএনজি অটোরিকশা চালককে মারপিট করে অর্থকড়ি লুটে নিয়েছে প্রতিপক্ষের লোকজন। শুধু তাই নয় তার সিএনজি অটোরিকশাটিও ভাংচুর করেছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনাটি ঘটে। আহত গিয়াস উদ্দিন সুলতানশী গ্রামের জয়নাল মিয়ার পুত্র। ঘটনার সময় নোয়াবাদ গ্রামের একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার সিএনজি অটোরিকশার গতিরোধ করে তাকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com