মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভার ব্যস্ততম স্থান পার্কিং এলাকা। ৫ আগস্ট সোমবার বেলা প্রায় ১১টায় প্রচন্ড রোদে এ স্থানে শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া দাঁড়িয়ে হ্যান্ডমাইকে যানজট মুক্ত রাখতে চালকদের প্রতি আহবান জানান। এভাবে শহরের বিভিন্ন পয়েন্টে গিয়ে যানজট মুক্ত রাখতে চেষ্টা চালিয়েছেন মেয়র। পৌর মেয়রের এ উদ্যোগকে তৃণমূল লোকেরা স্বাগত জানিয়েছেন। এ সময় ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ¯েœহাংশু বিকাশ সরকার, জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মোঃ মামুন চৌধুরী, ছাত্রলীগ নেতা তাজুল ইসরাম পুলক, সাজ্জাদ আলী শুভসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
মেয়র ছালেক মিয়া বলেন, কয়েকদিন পরই পবিত্র ঈদুল আযহা। বিভিন্ন স্থান থেকে লোকেরা শহরে এসে কেনাকাটা করছেন। এ সময়ে শহরকে যানজট মুক্ত রাখতে রোদের মধ্যে হ্যান্ড মাইক নিয়ে পয়েন্টে পয়েন্টে গিয়ে চালকদের প্রতি আহবান জানিয়েছি। এতে করে সড়ক যানজট মুক্ত হয়। লোকজনের পথ চলায় বিরাট উপকার হয়েছে। ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ¯েœহাংশু বিকাশ সরকার বলেন, পৌর মেয়রের উদ্যোগ প্রশংসনীয়। সবাই মিলে কাজ করলে সড়কে যানজট থাকবে না।