উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়নের আলমপুর ঐতিহ্যবাহী সিদ্ধ মহাপুরুষ শ্রী শ্রী দুর্লভ ঠাকুরের আখড়াতে গত শনিবার বিকালে দীর্ঘদিন যাবত স্থায়ীভাবে কোন সেবাইত না থাকার কারণে এই প্রতিষ্ঠানের যাবতীয় অনুষ্ঠানমালা পালন ও গোপাল বিগ্রহের নিত্য সেবা চালুকরণের লক্ষ্যে ও দেবোত্তর সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) হবিগঞ্জ মন্দিরের বরাবরে উক্ত প্রতিষ্ঠান অর্পন করতে আলমপুর গ্রামবাসী গৌর ভক্তবৃন্দ ও কার্যকরী কমিটির সদস্যবৃন্দের উদ্যোগে স্বাক্ষরিত আবেদনের পরিপ্রেক্ষিতে হবিগঞ্জ বগলা বাজার শ্রী-শ্রী নরসিংহ জিউর মন্দিরের অধ্যক্ষসহ অন্যান্য নেতৃবৃন্দ পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত সদস্যবৃন্দের দীর্ঘ আলোচনার পরিপ্রেক্ষিতে সিদ্ধ মহাপুরুষ শ্রী-শ্রী দুর্লভ ঠাকুরের প্রবর্তিত অনুষ্ঠানমালা পালন গোপাল বিগ্রহের নিত্য সেবা চালুকরণ ও দেবোত্তর সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্বভার আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) বরাবরে অর্পন করতে উপস্থিত সকল সদস্য একমত পোষন করেন। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নারায়ন রায়, সাধারণ সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, পূর্ব তিমিরপুর শ্রী-শ্রী নরসিংহ জিউর মন্দির কমিটির সভাপতি জ্যোতিষ দাশ, সাধারণ সম্পাদক যুবরাজ গোপ, তিমিরপুর ইসকন মন্দিরের অধ্যক্ষ ব্রজ কৃষ্ণ দাস ব্রহ্মচারী, নবীগঞ্জ বিশ্বকর্মা কল্যাণ পরিষদের সভাপতি ডাঃ অখিল চন্দ্র সূত্র ধর, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি নীরদেন্দু বিকাশ ধর ঠগর। অধ্যক্ষ অনতিলিম্বে ঐতিহ্যবাহী সিদ্ধ মহাপুরুষ শ্রী-শ্রী দুর্লভ ঠাকুর আখড়ার গোপাল বিগ্রহের নিত্য সেবা চালু ও আখড়ার যাবতীয় অনুষ্ঠানমালা পরিচালনা ও দেবোত্তর সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্বভার গ্রহনের আশ্বাস দেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com