নুর উদ্দিন সুমন ॥ চুনারুঘাটে সুবিধা-বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে উপজেলা পরিষদের অর্থায়নে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়ামে এ শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর প্রধান অতিথি হিসেবে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির নগদ অর্থ তুলে দেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানার সভাপতিত্বে ও উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ খায়ের উদ্দিন মোল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আকবর হেসেন জিতু, উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, প্রেসক্লাব সেক্রেটারি মোঃ জামাল হোসেন লিটন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, যুবলীগ নেতা রুমন ফরাজি, যুবলীগ নেতা মোঃ আব্দুল্লাহ, সিএ ওয়াহিদুল ইসলাম সুমন, চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রলীগ নেতা সায়েম তালুকদার, সাজিদ রহমান, ফাহিমা আক্তার। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২শ’ সুবিধা-বঞ্চিত মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com