স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূকে চারদিন পর উদ্ধার করেছে বাহুবল মডেল থানা পুলিশ। সোমবার দুপুরে বাহুবল মডেল থানা পুলিশের এসআই সুফিয়া রহমানের নেতৃত্বে একদল পুলিশ তাকে উদ্ধার করে।
সূত্র জানায়, ২২ বছর পূর্বে হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের মৃত নিম্বর আলীর কন্যা ছালেখা খাতুনের সঙ্গে বাহুবল উপেজলার সাটিয়াজুড়ি গ্রামের সুন্দর আলীর ছেলে আলমগীর খান ওরফে মর্তুজ আলীর বিয়ে হয়। বিয়ের পর থেকে ছালেখার উপর যৌতুকের জন্য অমানসিক নির্যাতন করে তার স্বামী। পর্যায়ক্রমে দরিদ্র পিতার কাছ থেকে একাধিকবার যৌতুক বাবদ ২ লাখ টাকা দেওয়ার পরও পুনরায় আবার যৌতুকের টাকা দাবি করে। পরে ছালেখা যৌতুকের টাকা দিতে অনিহা প্রকাশ করলে তার উপর অমানসিক নির্যাতন করে পাষন্ড স্বামী। নির্যাতনে তার হাত-পা ভেঙ্গে বাড়িতে একা ফেলে রাখে। কোনো চিকিৎসা পর্যন্ত করতে দেয়া হয়নি। ছালেখার নির্যাতনের সংবাদ পাওয়ার পর তার বড় বোন সাফিয়া খাতুন বাদী হয়ে ৬ জনকে আসামী করে নির্বাহী ম্যাজিস্ট্রেট (২) (বাহুবল) আদালতে মামলা দায়ের করেন। আদালত ছালেখাকে উদ্ধারের জন্য বাহুবল থানাকে নির্দেশ দেন। বাহুবল থানা পুলিশ ছালেখাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।