নিজ নিজ আঙ্গিনা নিজের উদ্যোগে পরিস্কার করতে হবে

স্টাফ রিপোর্টার ॥ আগাামী ৮ আগস্ট হবিগঞ্জ জেলায় একযোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে। সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত একযোগে জেলায় এ কর্মসূচি পালন করা হবে। কর্মসূচিতে অংশ নেবেন জেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রোভার স্কাউট, পৌরসভা ও ইউনিয়নের জনপ্রতিনিধিসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারিগণ। গতকাল রাতে দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম। তিনি বলেন, পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য আমাদের মন-মানসিকতা ও চিন্তা-চেতনাকে সব সময় পরিচ্ছন্ন রাখতে হবে। নিজের ঘরবাড়ি, অফিস, ক্যাম্পাস, ক্লাসরুম, রাস্তাঘাটসহ সকল স্থানে পরিচ্ছন্ন পরিবেশ দরকার। পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন হতে হবে। আমাদেরকে প্রতিদিন পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যেতে হবে। নিজ নিজ আঙ্গিনা নিজের উদ্যোগে পরিস্কার করতে হবে।