স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে সরকারি জায়গা দখলের চেষ্টায় মরিয়া হয়ে উঠেছেন মোঃ বকুল মিয়া নামে এক ব্যক্তি। উপজেলা সার্ভেয়ার মোঃ শহিদুল ইসলামের উপর ক্ষুব্ধ হয়ে উঠেন মোঃ বিলাল মিয়া ও দুলাল মিয়া। জনতার তোপের মুখে ও টানটান উত্তেজনার মধ্যে মাধবপুরের কমলপুরের সরকারি রেকর্ডীয় রাস্তার সীমানা নির্ধারণ করেন উপজেলা সার্ভেয়ার মোঃ শহিদুল ইসলাম। হবিগঞ্জ জেলা প্রশাসকের নিকট সরকারি রাস্তাটি দখলমুক্ত করার নির্দেশনা স্মারক নং ০৫..৪৬.৩৬০০.০১৮.০২.০০৬.১৭.১১৫ তারিখ ৩১.০১.২০১৭ইং প্রেক্ষিতে সরকারি সম্পদ রাস্তাটি উদ্ধারের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেন উপজেলা প্রশাসন। কমলপুর মৌজার জে.এল ১২৭, বি.এস দাগ নং-১২৩৪ রাস্তা, দখলকৃত বি.এস দাগ নং-১২৩০ দাগের পশ্চিম পাশে ৮ ফুট, ১২৩৫ দাগের পশ্চিম পাশে ৯ ফুট, ১২৩৬ পশ্চিম পাশে ৭ ফুট, বিলাল মিয়া গং দখল করে আছে মর্মে প্রাথমিকভাবে প্রমাণিত হয়। উক্ত দাগে বিলাল মিয়া গং পুকুর খনন, দোকানঘর ও গাছ লাগিয়ে দখল করে চলাচলের পথে মারাত্মক দুর্ভোগের সৃষ্টি করেছেন। অন্যদিকে রাস্তার মধ্যে গাছ ও বাঁশ দিয়ে বাধা সৃষ্টি করেছেন গেদু মিয়া ধুনু মিয়া কিন্তু তাদের মন্তব্য সরকার যদি ম্যাপে সীমানা দেয় তাহলে আমাদের কোন আপত্তি নেই। তাই সরকারি প্রক্রিয়ায় রাস্তাটির সঠিক সীমানা নির্ধারণ করে অবৈধ দখল উচ্ছেদ করা প্রয়োজন বলে মনে করেন এলাকাবাসী। রাস্তাটি নিয়ে এলাকাবাসীর মধ্য উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে প্রশাসনের যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় মেম্বার-চেয়ারম্যান সুধী সমাজ ও এলাকার জনগণের জোর দাবি জানিয়েছেন।
মাধবপুরে সরকারি জায়গা দখল নিয়ে টান টান উত্তেজনা
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com