যুক্তরাষ্ট্রে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা, ইনক এর উদ্যোগে আয়োজিত গুণীজনদের সাথে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। যুক্তরাষ্ট্রে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা, ইনক এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল খানের সভাপতিত্বে ও শেফাজ আহমেদের পরিচালনায় সংগঠনের কার্যালয়ে গতকাল এই সভা অনুষ্ঠিত হয়। এমপি আবু জাহির ছাড়াও সভায় বক্তৃতা করেন চ্যানেল এস ইউকে’র চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী, বদরুন নাহার, অ্যাডভোকেট নাসির উদ্দিন, এমএ সালাম, মুজাহিদুল ইসলাম আনসারী, জামাল আহমেদসহ নেতৃবৃন্দ।
সভায় এমপি আবু জাহির বলেন, শুধু শিক্ষা-স্বাস্থ্য, যোগাযোগই নয়, আধুনিকায়নের মাধ্যমে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে বর্তমান সরকার। আধুনিক প্রযুক্তিকে আমরা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত নিয়ে গেছি। বাংলাদেশের শ্রমিকরাও এখন তথ্য প্রযুক্তির সেবা গ্রহণ করছে। তিনি বলেন, হবিগঞ্জ-লাখাই-নাসিরনগর-সরাইল বিকল্প মহাসড়ক নির্মাণের মাধ্যমে সিলেটের সাথে ঢাকার দূরত্ব ৩৫ কিলোমিটার কমিয়ে এনেছি। বাংলাদেশ আজ খাদ্যে উদ্বৃত্তির দেশে পরিণত হয়েছে। উন্নয়নের সাথে সকল শ্রেণি-পেশার মানুষকে আমরা সম্পৃক্ত করেছি। এ সময় তিনি দেশকে এগিয়ে নিতে প্রবাসীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
আমেরিকায় গুণীজনদের সাথে মতবিনিময় সভায় এমপি আবু জাহির
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com