চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর শহরের প্রাইম ফুডকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মিষ্টি ও এ জাতীয় খাবার অরক্ষিত অবস্থায় রাখা, মিষ্টিতে মাছি, অননুমোদিত বিদেশী শিশু খাদ্য, অননুমোদিত বিদেশী কসমেটিক্স, বিএসটিআই এর অনুমোদনহীন প্যাকেটজাত খাদ্য সামগ্রী বিক্রয়, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তথ্যহীন মোড়কজাত নষ্ট দধি, আমদানি কারকের তথ্য উপাত্তহীন একাধিক বিদেশী খাদ্য ও ব্যবহার্য্য পণ্য রাখার দায়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার কে এম আজহারুল হক এ জরিমানা করেন। এ সময় ভ্রাম্যমান আদালত বেশ কিছু বিদেশী পণ্য কোম্পানীকে ফেরত দিতে নির্দেশ দেন এবং পরবর্তীতে এ জাতীয় পণ্য না রাখার জন্য সতর্ক করেন।
সোমবার দুপুরে প্রাইম ফুডে অভিযানের সময় দোকানের স্বত্ত্বাধিকারী রুবেল আহমেদ নিজেকে সরকারের বড় কর্মকর্তার আত্মীয় এবং কলেজের প্রভাষক পরিচয় দেন।
এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট শহরের বেশ কয়েকটি ফাস্টফুডের দোকানকে সতর্ক করে দেন। চুনারুঘাট থানা পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com