অটোরিক্সার লাইসেন্স ও নাম্বার প্লেইটের দাবিতে হবিগঞ্জে ব্যাটারী চালিত অটোরিক্সার মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে র্যালি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে নিউফিল্ড ময়দান থেকে র্যালি নিয়ে জেলা জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের কাছে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ। পরে নিমতলা প্রাঙ্গণে সংগঠনের সভাপতি গুনি মিয়ার সভাপতিত্বে এবং মোজাম্মেল হক তালুকদার শাহীনের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তৃতা করেন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট জামাল উদ্দিন শাহীন, অ্যাডভোকেট শামীম, অ্যাডভোকেট মোঃ মনির মিয়া, আব্দুল আজিজ ইউনূছ, মোঃ জসিম উদ্দিন, হারুনুজ্জামান হারুন, মোঃ সঞ্জব আলী, মোঃ আব্দুল কাদির, সাজন মিয়া, মাসুক মিয়া, আব্দুল কাইয়ুম, আছকির মিয়া, ইলিয়াছ মিয়া, কালা মিয়া, অনু মিয়া, ধনু মিয়া, পলাশ মিয়া, আব্দুল জলিল প্রমূখ। সভায় বক্তারা বলেন, অটোরিক্সা ক্রয় করার সময় সরকারের ট্যাক্স দিয়ে ক্রয় করতে হয়। কিন্তু রাস্তায় চালানোর পরই সেটি অবৈধ হয়ে যায়। রাস্তায় চালানোর পর যদি অটোরিক্সা অবৈধ হয় তাহলে সরকার কেন ট্যাক্স নেয়। আমাদের দাবি হলো- অটোরিক্সা পরিবহনটি অত্যন্ত জনপ্রিয় যানবাহন। এটি শহরের ছোটখাট রাস্তা দিয়ে চলতে পারে। তাই আমরা বৈধভাবে চলতে অটোরিক্সার লাইসেন্স দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।
এর পূর্বে অটোরিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হক ও উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন। আজ হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজানের কাছে নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করবেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com