স্থানীয় সরকার মন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলামের আশ্বাসের প্রেক্ষিতে অবস্থান ও কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সোমবার ঢাকায় সচিবালয়ের সামনে আন্দোলনকারীদের উপস্থিতিতে মন্ত্রীর বক্তব্যের পর এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন। এর ফলে আজ মঙ্গলবার হতে সারাদেশের ৩২৮টি পৌরসভার সাথে হবিগঞ্জের ৬টি পৌরসভার কর্মকর্তা কর্মচারিরা অফিসে দায়িত্ব পালন করবেন।
রাষ্ট্রীয় কোষাগার হতে বেতন-ভাতা ও পেনশনের দাবিতে ১৪ জুলাই হতে টানা ২৩ দিন সারাদেশের পৌরকর্মকর্তা-কর্মচারিবৃন্দ ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ কর্মসূচির সাথে সাথে সারাদেশের পৌরসভার কর্মকান্ড বন্ধ থাকার কারণে মুখ থুবড়ে পড়েছিল নাগরিক সেবা কার্যক্রম।
সোমবার স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম আন্দোলনকারীদের সামনে এসে বক্তব্য রাখেন। তিনি বলেন ‘আপনাদের দাবি দাওয়া সম্পর্কে আমার জানা আছে।’ ‘আপনাদের স্বপ্ন পূরণের জন্য কতগুলো ব্যবস্থাপনা বিভিন্নভাবে করা হয়েছে ও করা আছে। আমি আপনাদের জন্য কাজ করছি এবং করবো। আমি ইতিমধ্যে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ও এইচটি ইমামের সাথে কথা বলেছি। প্রধানমন্ত্রী দেশে আসলে আমরা একটি পদ্ধতি বের করার চেষ্টা করবো। আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন। আমি আন্তরিকভাবে চাই আপনারা ভালো থাকেন।’ মন্ত্রী তাজুল ইসলাম পৌরসভার কর্মকর্তা-কর্মচারিদের কাজে ফিরে যাওয়ার অনুরোধ জানান। মন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সার্ভিস এসোসিয়েশন কর্মসূচি স্থগিত করেন। সংগঠনের সিলেট বিভাগীয় সভাপতি সৈয়দ নকিবুর রহমান জানান ‘মন্ত্রীর আশ্বাসের প্রেক্ষিতে আমরা আশা করছি আমাদের দাবি পূরণে সরকার তড়িৎ ব্যবস্থা নেবেন।’ এছাড়াও তিনি বলেন ‘সারাদেশে ডেঙ্গু জ্বরের প্রকোপের কারণে আমরা মনে করি এই মুহূর্তে দুর্যোগ কাটিয়ে উঠতে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা প্রয়োজন। সবদিক বিবেচনা করে ১ মাসের জন্য আমাদের কর্মসূচি স্থগিত করা হয়েছে।’