স্টাফ রিপোর্টার ॥ পরকিয়া প্রেমের জের ধরে হবিগঞ্জের বাউল শিল্পী কাজল মনির উপর হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। আহত অবস্থায় শিল্পী কাজল মনিরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিল্পী কাজল মনির বড় বহুলা গ্রামের বাসিন্দা। তবে আহত শিল্পী কাজল জানিয়েছেন, তার স্ত্রী কন্ঠশিল্পী জোৎ¯œা আক্তারের সাথে দীর্ঘদিন ধরে পরকিয়া প্রেমের সম্পর্ক চলছিল শায়েস্তাগঞ্জের নুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মুখলিছুর রহমানের। এ নিয়ে চেয়ারম্যানের সাথে শিল্পী কাজল মনির দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পুরাসুন্দা গ্রামে সারা জাহাঙ্গীর শাহ’র ওরসের একটি অনুষ্ঠানে কাজল মনির যখন গান পরিবেশন করছিলেন তখন ইউপি চেয়ারম্যান মুখলিছ মিয়া ও তার লোকজন তাকে মঞ্চ থেকে নামিয়ে এনে তাকে বেধড়ক মারপিট করেন। এ সময় শিল্পী কাজল মনির গলায় রশি পেছিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়। এক পর্যায়ে গানের আসরে উপস্থিত ইউপি সদস্য সিদ্দিক আলীসহ লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে এনে ভর্তি করান। গভীর রাতে হাসপাতালে আহত শিল্পী কাজল মনির সাংবাদিকদের জানান, প্রায় ১২ বছর পূর্বে ভালবেসে চুনারুঘাটের ধলাইপাড় গ্রামের বাউল শিল্পী জোৎ¯œা আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর জোৎ¯œার গর্ভে ৯ বছরের এক কন্যা সন্তানের জন্ম হয়। তিনি জানান, বিভিন্ন স্থানে বাউল গানের আসরে ইউপি চেয়ারম্যান যেতেন এবং গান শোনে ইউপি চেয়ারম্যান জোৎ¯œাকে টাকা উপহার দিতেন। এ সুবাদে মনিরের স্ত্রী জোৎ¯œার সাথে ইউপি চেয়ারম্যানের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ বিষয়টি কাজল মনির জানার পর থেকেই ইউপি চেয়ারম্যান মুখলিছের সাথে তার দ্বন্দ্ব সৃষ্টি হয়। এ নিয়ে স্ত্রী জোৎ¯œার সাথে কাজল মনিরের সম্পর্কের অবনতি ঘটে। এক পর্যায়ে কাজল মনির তার স্ত্রী জোৎ¯œার কাছে থেকে সরে এসে হবিগঞ্জ শহরের গোসাইপুর এলাকায় ভাড়াটিয়া বাসায় চলে আসেন। কাজল মনির আরো জানান, পরবর্তীতে তিনি জানতে পারেন ৮মাস পূর্বে ইউপি চেয়ারম্যান মুখলিছ তার স্ত্রীকে লুকিয়ে বিয়ে করেছেন। এ বিষয়টি নিয়ে অনেকেই ফেসবুকে নানা মন্তব্য লিখছেন। এর জের ধরে ইউপি চেয়ারম্যান মুখলিছ কাজল মনিরকে মোবাইল ফোনে হুমকি দিয়ে আসছিলেন। সর্বশেষ গতরাতে তার উপর গানের আসরে চেয়ারম্যান ও তার লোকজন হামলা করেছেন বলে জানান মনির। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি তদন্ত জিয়াউর রহমান হাসপাতালে গিয়ে আহত বাউল শিল্পী কাজল মনিরকে দেখে এসেছেন। এ ঘটনায় বাউল শিল্পীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
বাউল শিল্পী কাজলের স্ত্রী বাউল শিল্পী জ্যোৎ¯œার সাথে নুরপুর ইউপি চেয়ারম্যানের পরকীয়ার অভিযোগ
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com