স্টাফ রিপোর্টার ॥ হাইকোর্টের চেম্বার জজের আদেশে আজমিরীগঞ্জ পৌরসভার প্রশাসক পদে বহাল রয়েছেন গোলাম ফারুক। ২০১২ সালে আজমিরীগঞ্জ পৌরসভার প্রশাসককে অপসারণ রীট পিটিশন মামলা নং-১২০৮২/২০১২ এর শুনানি শেষে গত বুধবার খারিজ করেন হাইকোর্ট। এদিকে গত বুধবার মহামান্য হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আজমিরীগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ গোলাম ফারুক আপিল বিভাগের চেম্বার জজের বিচারপতি জিন্নাত আরা’র বেঞ্চে লিভ-টু আপিল দায়ের করেন। বৃহস্পতিবার আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারপতি জিন্নাত আরা পৌর প্রশাসক অপসারণের রিট পিটিশন ১২০৮২/২০১২ এর রায় খারিজ এর বিরুদ্ধে স্থগিতাদেশ প্রদান করে আদেশ দেন। চেম্বার জজের আদেশের পর পৌর প্রশাসক হিসেবে গোলাম ফারুকের পদ নিয়ে বর্তমানে আর আইনী জটিলতা থাকল না। গোলাম ফারুকের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
এ বিষয়ে আজমিরীগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ গোলাম ফারুকের সাথে কথা বললে তিনি স্বপদে বহাল থাকার বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, ২০০৪ সালের মার্চ মাসে আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের আজমিরীগঞ্জ, শানবাড়ি, ফতেহপুর আংশিকসহ ৬ দশমিক ৬ বর্গফুট এলাকা নিয়ে আজমিরীগঞ্জ পৌরসভা গঠিত হয়। উপজেলার নোয়ানগর গ্রামের তৌহিদ আলী ২০০৫ সালের শেষের দিকে নোয়ানগর, শুক্রিবাড়ি, ফতেপুর আংশিক গ্রামগুলোকে নবগঠিত আজমিরীগঞ্জ পৌরসভায় অন্তর্ভুক্ত করার জন্য সহকারী জজ আদালত আজমিরীগঞ্জে মামলা দায়ের করেন। শুনানি শেষে আদালত সরকার পক্ষকে এ বিষয়ে অন্তবর্তীকালীন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন। আজও এ মামলার কার্যক্রম স্থগিত আছে। যে কারণে আজমিরীগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com