নিতেশ দেব, লাখাই থেকে ॥ লাখাই থানা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রী কলেজে ছেলেধরা, গুজব, মাদক, দাঙ্গা, জঙ্গিবাদ বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: জাবেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন। এ সময় তিনি বলেন দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে একটি মহল ছেলেধরা গুজব ছড়ানোসহ দাঙ্গা হাঙ্গামার অপচেষ্টা করছে। এ ধরনের অপরাধমূলক কার্যক্রম বন্ধে পুলিশ তৎপর রয়েছে। তিনি আরো বলেন যারা মিথ্যা গুজব ছড়াচ্ছে তারা সমাজ, দেশ ও জাতির শত্রু। গুজবে কান দিয়ে যারা আইন নিজের হাতে তুলে নিয়ে দেশে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এ সময় কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।