সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯ উদযাপনে লাখাই উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় লাখাই উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোসা: শাহীনা আক্তার। সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, লাখাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন, কৃষি কর্মকর্তা মোঃ আহসান হাবীব, মৎস্য কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন, সমবায় কর্মকর্তা মোঃ ইসমাইল তালুকদার রাহী, লাখাই রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক বিল্লাল আহম্মেদ, বামৈ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মামুনুর রশিদ, মুড়িয়াউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল আমিন, উপজেলা ইঞ্জিনিয়ার সাব্বির আহম্মেদ, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার জহির উদ্দিন, দৈনিক প্রতিদিনের বাণী লাখাই প্রতিনিধি সাংবাদিক মহসিন সাদেক।
শোক দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে দিনব্যাপী অনুষ্ঠান মালায় থাকবে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা প্রদান, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা। এছাড়া সকল প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসাগুলোতে শোক দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com