স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী সাদ্দাম হোসেনকে (৩০) আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মাদক ব্যবসায়ী আব্দুর রশিদের পুত্র। বৃহস্পতিবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী সাদ্দামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com