স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বগলাখাল থেকে মারুফ মিয়া নামে এক যুবক নিখোঁজ হয়েছে। এ ঘটনায় সর্বত্র তোলপাড় শুরু হয়েছে। কোথাও তার কোন সন্ধান না পেয়ে অবশেষে তার স্ত্রী সিদ্দিকা বানু হবিগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয় গত ২৬ জুলাই রাত ৯টার দিকে তার স্বামী মারুফ মিয়া নিখোঁজ হয়। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থান থেকে সিদ্দিকা বানুর মোবাইলে মুক্তিপণের জন্য ফোন আসে। মারুফের আত্মীয় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে সন্ধান না পেয়ে রিচি ইউনিয়নের নোয়াবাদ গ্রামের মৃত আব্দুল মন্নাফের পুত্র আব্দুল হাই, বগলাখাল গ্রামের মৃত সদর হোসেনের পুত্র তৈয়ব আলী, মৃত ছমেদ মিয়ার পুত্র আব্দুল হেকিমসহ আরে কয়েকজনকে সন্দেহ করে বৃহস্পতিবার সদর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে সদর থানার এসআই আব্দুর রহিম ঘটনাস্থলে যান এবং তদন্ত শুরু করেন। এ ব্যাপারে এসআই রহিম জানান, বিষয়টি তার কাছে রহস্যজনক মনে হচ্ছে। তবুও গুরুত্ব সহকারে ভিকটিম মারুফকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com