শুটকি ব্রিজ সংস্কার কাজের অজুহাত

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং-হবিগঞ্জ রোডের শুটকি ব্রিজের সংস্কার কাজ হওয়ায় এই রোড দিয়ে চলাচলকারী যানবাহনগুলো যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে ব্রিজটির কয়েকটি জায়গায় লোহার প্লেইটগুলোতে গর্ত এবং ফাটল দেখা দেয়ায় মেরামতের শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। বৃহস্পতিবার থেকে মেরামতের কাজ শুরু হয়েছে। চলবে আগামী রবিবার পর্যন্ত। এদিকে ব্রিজ মেরামতের অযুহাতে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছে যানবাহনগুলো। বিশেষ করে মালামাল নিয়ে হবিগঞ্জ থেকে বানিয়াচংয়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যানবাহনগুলো তাদের মালামাল নিয়ে পড়েছেন চরম বিপাকে। যাতায়াতের ক্ষেত্রে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে সিএনজি অটোরিক্সা, মিনিবাস, মেক্সিসহ জিপ গাড়িগুলো। হবিগঞ্জ থেকে বানিয়াচং এর দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার। সিএনজিতে করে হবিগঞ্জ বানিয়াচং স্ট্যান্ড থেকে বানিয়াচং নতুনবাজার অথবা বড়বাজারের ভাড়া জনপ্রতি ৪০ টাকার পরিবর্তে বর্তমানে যাত্রীদের কাছ থেকে শুটকি ব্রিজ পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে ৩০ টাকা করে। যাত্রীরা ব্রিজ পার হয়ে অপর একটি সিএনজিতে করে বানিয়াচং নতুনবাজার অথবা বড়বাজার স্ট্যান্ড পর্যন্ত মাত্র ৪ কিলোমিটারের ভাড়া নিচ্ছে ২০ টাকা করে। উভয়দিক থেকে মোট জনপ্রতি ৫০ টাকা করে নিচ্ছে সিএনজি চালকরা। অন্যদিকে ছোট ছোট মিনিবাস, মেক্সি ও জীপ গাড়ি হবিগঞ্জ থেকে বানিয়াচং আসতে জনপ্রতি ভাড়া নিচ্ছে ২৫ টাকার পরিবর্তে শুটকি ব্রিজ পর্যন্ত ২০টাকা এবং শুটকি ব্রিজ পার হয়ে বানিয়াচং আসতে ১৫ টাকা নিচ্ছে। বাড়তি ভাড়া নেওয়ার বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়েছেন ওই রাস্তা দিয়ে চলাচলকারী চাকুরিজীবী আব্দুল মঈন। তিনি জানান, ব্রিজ মেরামতের অযুহাতে অতিরিক্ত ভাড়া নেওয়াটা অযৌক্তিক।