স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর টমটম মালিক শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক পিন্টু দাশের বিভিন্ন অনৈতিক কর্মকান্ড তদন্তের জন্য জেলা টমটম মালিক শ্রমিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, বর্তমানে হবিগঞ্জ পৌর টমটম মালিক শ্রমিক ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা মোঃ তুরাব আলীকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন- হবিগঞ্জ জেলা টমটম মালিক শ্রমিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি মোঃ নূরনবী ও প্রতিষ্ঠাতা সিনিয়র সদস্য মোঃ শাহিন মিয়া। পৌর টমটম মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক নূরুল আমিন ভূইয়া ও সদস্য সচিব সাইফুদ্দিন জাবেদ এ কমিটি গঠন করেন। এছাড়াও পিন্টু দাশের সকল প্রকার পদপদবী স্থগিত করা হয়।
পৌর টমটম মালিক শ্রমিক ঐক্য পরিষদ আহবায়ক নূরুল আমিন ভূইয়া ও সদস্য সচিব সাইফুদ্দিন জাবেদ স্বাক্ষরিত এক পত্রে উল্লেখ করা হয় পিন্টু দাশ সংগঠনের ভাবমূর্তি নষ্টসহ সংগঠনের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে সংগঠনকে ভেঙ্গে ১ হাজার ২শ’ মালিকের স্বপ্নকে ধুলিস্যাৎ করে দিতে প্রতিনিয়ত গ্রুপিং করে যাচ্ছেন। গত ২৯ জুলাই পূর্ব নির্ধারিত পৌর মেয়রকে সংবর্ধনা অনুষ্ঠান হলেও সাধারণ সভার আগের দিন সকাল প্রায় ১১টায় ২নং পুলস্থ একটি চা স্টলের মধ্যে বর্তমান আহবায়ক মোঃ নূরুল আমিন ভূইয়াকে ডেকে নিয়ে হবিগঞ্জ পৌর টমটম মালিক শ্রমিক ঐক্য পরিষদের নাম পরিবর্তনের জন্য চাপ সৃষ্টি করেন। নূরুল আমিন ভূইয়া তার প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে অকথ্য ভাষায় গালাগালসহ শারীরিকভাবে লাঞ্ছিত করার জন্য অগ্রসর হন। ২৯ জুলাই সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন টমটমের গ্যারেজ, চালক ও মালিকদের কাছ থেকে সংগঠনের নাম ভাঙ্গিয়ে অলৌকিকভাবে টাকা উত্তোলন ও সংগঠন বিরোধী কর্মকান্ডে লিপ্ত থেকে ১ হাজার ২শ’ টমটম মালিকের স্বপ্ন নির্বাচন নস্যাৎ করার কাজে লিপ্ত রয়েছেন পিন্টু দাশ।