স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রায়ধর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে মিজান মিয়া (৩০) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ওই গ্রামের মৃত লাল মিয়ার পুত্র। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এ ঘটনাটি ঘটে।
আহত সূত্র জানায়, একই গ্রামের মামুদ আলীর পুত্র আলী হোসেন, মোশাহিদ, জাকির মিয়াসহ একদল লোক গতকাল ওই সময় মিজানের ঘরে প্রবেশ করে ভাংচুর লুটপাট চালায়। এসময় সে প্রতিবাদ করলে তাকে পিটিয়ে আহত করে সর্বস্ব লুটে নেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com