স্টাফ রিপোর্টর ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জে পবিত্র কোরআনের আলো হিফজুল প্রতিযোগিতার আয়োজন করেছে আলেয়া জাহির ফাউন্ডেশন। হবিগঞ্জ, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলার প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। বৃহস্পতিবার হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে হবিগঞ্জ পৌর এলাকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী ও ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক শাহ মো: নজরুল ইসলাম।
হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির প্রতিষ্ঠিত আলেয়া জাহির ফাউন্ডেশনের হবিগঞ্জ পৌর এলাকার প্রতিযোগিতায় ৮০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। ৩ আগস্ট হবিগঞ্জ সদর উপজেলার প্রতিযোগিতা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। সেখানে অংশগ্রহণ করবে ৬৫ জন প্রতিযোগী। ৬ আগস্ট শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসায় ওই উপজেলার প্রতিযোগীরা অংশগ্রহণ করবে। সেখানে প্রধান অতিথি থাকবেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। সেখানে অংশ নিবে ৬০ জন প্রতিযোগী। ৮ আগস্ট লাখাই উপজেলা হলরুমে ওই উপজেলার প্রতিযোগিতায় প্রধান অতিথি থাকবেন হবিগঞ্জ-১ আসনের এমপি শাহনওয়াজ মিলাদ গাজী। সেখানে অংশগ্রহণ করবে ৫০ জন প্রতিযোগী। ২৯ আগস্ট হবিগঞ্জ পৌর টাউন হলে ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথি থাকবেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির।
আয়োজক কমিটির সদস্য সচিব মুফতি আলমগীর হোসেন সাইফী জানান, প্রত্যেক এলাকায় তিনটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখানে যারা ১ম থেকে ৩য় হবেন তারা ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করবেন। ফাইনাল রাউন্ডে গ গ্রুপে যে প্রথম হবে তাকে অ্যাডভোকেট মো: আবু জাহির এমপি’র পক্ষ থেকে পবিত্র ওমরাহ পালন করানো হবে। অন্যান্য গ্রুপের জন্য রয়েছে আকর্ষণীয় অর্থ পুরস্কার। আঞ্চলিক পর্বেও অর্থ পুরস্কার প্রদান করা হবে। ওমরাহ হজ¦ ছাড়াও প্রায় ১ লাখ টাকার পুরস্কার রয়েছে এই প্রতিযোগিতায়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com