স্টাফ রিপোর্টার ॥ ‘যক্ষ্মা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে মসজিদের ইমামদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সমিতির জেলা সভাপতি শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে¡ সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ শোভন কুমার বসাক। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটাব সহ-সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, ডাঃ মুখলিছুর রহমান উজ্জল, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম ও হীড প্রতিনিধি মোঃ শাহিন আখতার। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শাহ আলম। সভায় বিভিন্ন বক্তা উল্লেখ করেন যক্ষ্মা সম্পর্কে সামাজিক কুসংস্কার রয়েছে। সচেতনতার অভাবই এর প্রধান কারণ। নাটাব ১৯৪৮ সাল থেকে যক্ষ্মা রোগী সনাক্ত ও প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে তাদের সুস্থ করে তোলার ক্ষেত্রে জনসাধারণের সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। সভায় অংশগ্রহনকারী ইমামদের কয়েকজন মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। পরে মোনাজাত অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জে ইমামদের সাথে নাটাবের মতবিনিময় সভা
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com