স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর আলম বাজারে টমটমের গ্যারেজ থেকে একটি চোরাই টমটম উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে উমেদনগরের শামছুল হকের পুত্র রাজু মিয়া (২৫), বহুলা গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র রোমান মিয়া (২২), মির্জাপুর গ্রামের আব্দুর রহমানের পুত্র ইমন মিয়া (২৫) ও বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামের নেওয়াজ মিয়ার পুত্র সুমন মিয়াকে (২৪) আটক করা হয়। গত ২৯ জুলাই শহর থেকে এক ব্যক্তির একটি টমটম চুরি হয়। বিষয়টি সদর থানায় অবগত করলে এসআই ইদ্রিস মিয়া গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে উল্লেখিতদের আটক করেন। তাদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ওই গ্যারেজ থেকে টমটমটি উদ্ধার করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com