শনিবার দুপুরে চুনারুঘাট উপজেলার ময়নাবাদ গ্রামে অবস্থিত মফিজ উদ্দিন চৌধুরী দাখিল মাদ্রাসার লাইব্রেরিতে হিতৈষী ফাউন্ডেশন চুনারুঘাট কর্তৃক বেশ কিছু সংখ্যক গল্প, কবিতা, প্রবন্ধ ও উপন্যাসের বই প্রদান করা হয়। সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও মাদ্রাসার শিক্ষক মইনুল হাসান রাশেদের পরিচালনায় মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা কাওছার আহমেদের সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, ধামালি চুনারুঘাট এর সভাপতি অ্যাডভোকেট মোস্তাক বাহার, উপদেষ্টা মাসুক ভূইয়া, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর আহমেদ, সহ-সভাপতি মিজানুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান শামীম, মাদ্রাসার পক্ষে উপস্থিত ছিলেন মৌলানা খিজির আহমেদ, মৌলানা আবুল কাসেম, রেজাউর রহমান চৌধুরী, মৌলানা ইব্রাহিম খান, আল রোমান, নিকেশ চন্দ্র দাস, মৌলানা রুহুল আমিন, হাফেজ হোসাইন আহমদ, রুবেল তালুকদার, রেফা আক্তার, রুনু তালুকদার, সালমা বেগম, আকলিমা আক্তার, মিলি বেগম, রাশিদা আক্তার, জামিলা খাতুন প্রমুখ।
উল্লেখ্য, মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি ও লন্ডন ট্রাডিশনের কর্ণধার মোঃ মামুন চৌধুরী। মাদ্রাসাতে চার শতাধিক ছাত্রছাত্রী লেখাপড়া করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com