গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় শহরের তিনকোণা পুকুর পাড়স্থ হবিগঞ্জ পৌর টমটম মালিক শ্রমিক ঐক্য পরিষদের কার্যালয়ে পৌর কমিটির আহবায়ক মোঃ নূরুল আমিন ভূইয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ সাইফুদ্দিন জাবেদের পরিচালনায় আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় হবিগঞ্জ পৌরসভার উপনির্বাচনে বিপুল ভোটে মিজানুর রহমান মিজান মেয়র নির্বাচিত হওয়ায় হবিগঞ্জ পৌর টমটম মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়। সভায় বক্তব্য রাখেন পিন্টু দাশ, আব্দুল কুদ্দুছ, মহিবুল ইসলাম সোহেল, আব্দুস সালাম, মনোহর মিয়া, স্বপন কুমার গোপ, মোঃ রজব আলী, রইছ আলী, আবুল কাসেম, মোঃ শাহজাহান মিয়া, করিম মিয়া, আশিক মিয়া প্রমূখ।
সভায় গত ১১ জুলাই স্থানীয় বিভিন্ন পত্রিকায় হবিগঞ্জ শহর থেকে টমটম তুলে দেয়ার ও পৌর নাম্বার প্লেইট নবায়ন না করা এবং বিশেষ রংয়ের সিএনজি হবিগঞ্জ শহরে চলাচল করবে বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা নিয়ে পর্যালোচনা করে বক্তাগণ বলেন, প্রতি বছর হবিগঞ্জ পৌরসভাকে ৬০ লাখ টাকা পৌর পার্কিং ফিস দিয়ে হবিগঞ্জ পৌরসভার ১২শ’ টমটম চলাচল করে আসছে। যার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হাজার হাজার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিসহ হবিগঞ্জ পৌরসভার উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করছে। তাই টমটম মালিক শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি না করে যারা ষড়যন্ত্র করে টমটম উচ্ছেদ করে বিশেষ রংয়ের সিএনজি পরিচালনার স্বপ্ন দেখে তাদের স্বপ্নকে হবিগঞ্জ পৌরসভার জনগণকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলে দুঃস্বপ্নে পরিণত করবে হবিগঞ্জ পৌর টমটম মালিক শ্রমিক ঐক্য পরিষদ। বক্তাগণ আরো বলেন, হবিগঞ্জ শহরের যানজট নিরসনের জন্য ২০১৮ সালের শেষদিকে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত ছিল ১২শ’ টমটমকে দুই কালার করে দুই শিফটে একদিন মেইন রোডে ৬শত বাকী ৬শত কলেজ রোডে ও বাইপাসে চলাচল করবে। পরের দিন ৬শত মেইন রোডে চলবে ও বাকী ৬শত কলেজ রোডে ও বাইপাসে চলবে। এই সিদ্ধান্ত হবিগঞ্জ পৌর টমটম মালিক শ্রমিক ঐক্য পরিষদ মেনে নিয়ে বাস্তবায়নের জন্য কয়েকবার উদ্যোগ গ্রহণ করেও বিভিন্ন কারণে স্থগিত করতে হয়েছে। যা অতিসত্ত্বর দুই কালার করে দুই শিফটে পরিচালনা করে শহরের যানজট স্থায়ীভাবে নিরসনের জন্য স্থায়ী ভলান্টিয়ারের মাধ্যমে নাম্বার বিহীন টমটম যেন শহরে প্রবেশ করতে না পারে, ১৮ বছরের নিচে যেন কোন শ্রমিক টমটম পরিচালনা করতে না পারে সেদিকে বিশেষ নজর দিবে। এছাড়া টমটম শ্রমিকদের প্রশিক্ষণের মাধ্যমে হবিগঞ্জ শহরের যানজট নিরসনে বিশেষ ভূমিকা পালন করবে হবিগঞ্জ পৌর টমটম মালিক শ্রমিক ঐক্য পরিষদ। বিজ্ঞপ্তি