এসএম সুরুজ আলী ॥ হবিগঞ্জে উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহার করে অজ্ঞাত এক লাশের পরিচয় সনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন পিবিআই’র পুলিশ পরিদর্শক মুক্তাদীর হোসেন।
তিনি দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকাকে জানান, শনিবার সকালে লস্করপুর এলাকা থেকে ট্রেনে কাটা পড়া এক ব্যক্তির লাশ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ। বিষয়টি পিবিআইকে অবগত করে রেলওয়ে পুলিশ। খবর পেয়ে পিবিআই ইন্সপেক্টর শরীফ মোঃ রেজাউল করিম ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত লাশটি পিবিআই কার্যালয়ে নিয়ে এসে উন্নত প্রযুক্তির সফটওয়্যারের মাধ্যমে লাশের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ১০ মিনিটের মধ্যে লাশের পরিচয় সনাক্ত করেন। নিহত ব্যক্তি হলেন- চুনারুঘাট উপজেলার রানীগাও গ্রামের আব্দুল খালেকের পুত্র রশিদ মিয়া। তার জন্ম ১৯৮৯ সালের ৭ মে। পিবিআই হবিগঞ্জের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মিয়া কুতুবুর রহমান চৌধুরী জানান, এ প্রযুক্তি ব্যবহার শুধু পিবিআই করছে। যাদের ভোটার আইডি কার্ড (জাতীয় পরিচয়পত্র) রয়েছে সেই সব মৃত ব্যক্তিদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে লাশ সনাক্ত করা যায়।
অজ্ঞাত নারী বা পুরুষ জাতীয় পরিচয়পত্রধারী হলে হবিগঞ্জ পিবিআই তার পরিচয় সনাক্ত করতে পারবে
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com