স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “হাওর এলাকার সুবিধা বঞ্চিত নারীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের জন্য আয় ও কর্মসংস্থান বৃদ্ধি” কর্মসূচির আওতায় ভাসমান বীজতলা তৈরী ও বিষমুক্ত সবজি চাষ এবং উন্নত জাতের হাঁস প্রতিপালন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা সাড়ে এগারটায় বানিয়াচং উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) মো: আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার। সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার। স্বাগত বক্তব্য রাখেন- জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাহবুবুল আলম। ৫টি ইউনিয়ন থেকে মোট ২০জন উপকারভোগীকে নিজ নিজ ইউনিয়নে গিয়ে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ প্রদান করবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে প্রশিক্ষণের আদ্যপান্ত তুলে ধরেন কর্মসূচির পরিচালক ও জেলা রিসার্চ অফিসার জান্নাতুল ফেরদৌস। বক্তব্য রাখেন এসবিএসএস’র প্রকল্প নির্বাহী ফেরদৌস আহমেদ, ১১নং মক্রমপুর ইউনিয়নের চেয়ারম্যান আহাদ মিয়া, ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেখাছ মিয়া। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইদুর রহমান ও গীতা পাঠ করেন জয়া রাণী দাস।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com