স্টাফ রিপোর্টার ॥ আজ রবিবার হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যকরি কমিটির অভিষেক অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১১টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-পিএিম সেবা), হবিগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র মোঃ মিজানুর রহমান মিজান, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, হবিগঞ্জ এয়ারলিংক ক্যাবল নেটওয়ার্কের চেয়ারম্যান নাজমুল আনাম খান তুহিন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে হবিগঞ্জসহ দেশের জনপ্রিয় শিল্পীগণ সঙ্গীত ও নৃত্য পরিবেশন করবেন। অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি রাসেল চৌধুরী ও সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com