মঈন উদ্দিন আহমেদ ॥ পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় হবিগঞ্জ সরকারি গণগ্রন্থাগারে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে গণগ্রন্থাগারে আসা স্কুল-কলেজের ছাত্রছাত্রীসহ সাধারণ পাঠকদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। সরেজমিন শনিবার দুপুরে সরকারি গণগ্রন্থাগারে গিয়ে দেখা যায় এর অভ্যন্তর জলমগ্ন হয়ে রয়েছে। এ ব্যাপারে কথা বললে জুনিয়র লাইব্রেরিয়ান পরিমল শর্মা জানান, সামান্য বৃষ্টি হলেই গণগ্রন্থাগারের অভ্যন্তরে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। যা দীর্ঘ সময় স্থায়ী থাকে। এর অন্যতম কারণ এখানে পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা নেই। আশপাশে কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় গ্রন্থাগারের ভিতরে স্থায়ী জলাবদ্ধতা লেগে থাকে। তাছাড়া গণগ্রন্থাগারের পাশর্^বর্তী স্থানে নতুনভাবে নির্মিত হচ্ছে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। পাশেই রয়েছে প্রবীণ ভবন। অথচ এখানে কোন ড্রেনেজ ব্যবস্থা নেই। পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা করা না হলে আগামীতে বৃষ্টির দিনে জলাবদ্ধতা আরো প্রকট আকার ধারণ করবে। ফলে গণগ্রন্থাগারে আসা ছাত্রছাত্রীসহ সাধারণ পাঠক চরম ভোগান্তির শিকার হবেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com