হবিগঞ্জ জেলা বিএনপি সাবেক সহ দপ্তর সম্পাদক ও জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আউয়াল এবং মাধবপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল আজিজের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। গত ১১ জুলাই বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করে পত্র দিয়েছেন।
গত উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাহিরে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করায় দল থেকে তাদের বহিস্কার করা হয়েছিল।
উল্লেখ্য, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় বারের মত বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন মাহবুবুর রহমান আউয়াল। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com