নিতেশ দেব, লাখাই থেকে ॥ হবিগঞ্জ থেকে লাখাই হয়ে নাছিরনগর-সরাইল আঞ্চলিক মহাসড়কের লাখাই হতে মোড়াকরি সড়কে যাত্রী ছাউনি ও গণশৌচাগার না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরজমিনে দেখা যায়, যাত্রী ছাউনি না থাকার কারণে বিভিন্ন অঞ্চল থেকে আগত যাত্রীরা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। লাখাই উপজেলার মোড়াকরি, লাখাই, বামৈ বুল্লাবাজার একটি গুরুত্বপূর্ণ স্থান। ওই স্থানগুলোতে কোন যাত্রী ছাউনি নেই। উপজেলা গেইটে একটি যাত্রী ছাউনি থাকলেও তা দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে থাকায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এই সড়কে লাখাই হবিগঞ্জসহ কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম, বি-বাড়িয়া জেলার নাছিরনগর, সরাইল, ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও বিভিন্ন স্থানে হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। এদিকে যাত্রীদের জন্য কোন ছাউনি না থাকায় বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে ভিজে গন্তব্য স্থানে পৌঁছতে হয়। এ ক্ষেত্রে পুরুষ যাত্রীরা সহজে কোন দোকানে আশ্রয় নিতে পারলেও মহিলা যাত্রীরা পড়ে বিপাকে। তারা সহজে কোন দোকানে আশ্রয় নিতে সংকোচ বোধ করেন। যে কারণে তারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে জবুতবু হয়ে পড়েছে। আর এভাবে তারা কাক্সিক্ষত যানবাহনে চড়ে গন্তব্যস্থানে পৌঁছতে কষ্ট করতে হচ্ছে। বুল্লাবাজারে রোদে দাঁড়িয়ে অপেক্ষারত মহিউদ্দিন নামের এক যাত্রীর সাথে আলাপ করলে তিনি জানান যাত্রী ছাউনি না থাকায় রোদে বৃষ্টিতে বাধ্য হয়েই রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। যাত্রী ছাউনি নির্মাণ করা খুবই জরুরি বলে জানান তিনি।
এ ব্যাপারে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহীনা আক্তার বলেন, যাত্রী ছাউনির জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে লিখিতভাবে আবেদন করা হয়েছে। অনুমোদন হলেই বিভিন্ন স্থানে যাত্রী ছাউনি নির্মাণ করা হবে বলে জানান তিনি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com