স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চৌধুরীবাজার নারিকেল হাটায় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে মেসার্স মিঠুন এন্টারপ্রাইজ নামে এক ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ভ্রাম্যমান আদালতের নিয়মিত বাজার মনিরটিং সেলের নাদির হোসেন শামীম, নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা লিসা ও সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এ অর্থদন্ড করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, মঙ্গলবার পাইকারী বাজারে পেঁয়াজ ১০৫/১০৬ টাকা কেজি বিক্রি করা হয়েছে। কিন্তু মিঠুন এন্টারপ্রাইজ প্রতি কেজি পেঁয়াজ ১১২ টাকা কেজি পাইকারী বিক্রি করছিল। এ অভিযোগে ভ্রাম্যমান আদালত তাদের উল্লেখিত অর্থদন্ড করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা লিসা দৈনিক হবিগঞ্জের মুখকে এ তথ্য নিশ্চিত করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com