সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ লাখাইয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় লাখাই থানা প্রাঙ্গণে লাখাই থানার অফিসার ইনচার্জ মো: সাইদুল ইসলামের সভাপতিত্বে ও ওসি তদন্ত অজয় চন্দ্র দেব এর পরিচালনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও বুল্লা ইউপি চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু, লাখাই উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, বামৈ ইউপি চেয়ারম্যান এনামুল হক মামুন, লাখাই প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলী নোয়াজ, অ্যাডভোকেট ইসরাইল মিয়া, লাখাই উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: ফয়জুন্নেছা বেগম, আব্দুল মতিন মাস্টার, ফজলে এলাহী মো: ফরহাদ, শাহ এ কে এম শাদী, দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার লাখাই প্রতিনিধি শিক্ষানবিশ অ্যাডভোকেট সুমন আহমেদ বিজয়, মাহফুজ মিয়া, বাচ্চু মেম্বার, আঃ রেজ্জাক মেম্বার, ওয়াদুদ মেম্বার, আব্দুল কাদির মেম্বার প্রমূখ।
সভাপতির বক্তৃতায় লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম বলেন- আগামী ২৬ অক্টোবর সকাল ১০টায় কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। তারপর লাখাই থানা প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে থানা প্রাঙ্গণে শেষ হবে। তারপর অনুষ্ঠিত হবে আলোচনা সভা। তিনি আর ও বলেন বামৈ সরকারি উচ্চ বিদ্যালয় ও কালাউক মডেল উচ্চ থেকে মনোনীত ২০০ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন সচেতনতা মূলক শ্লোগান সম্বলিত ২০০ খাতা বিতরণ করা হবে। শিক্ষার্থীদের মধ্য রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সন্ধ্যার পর থাকবে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com